আবৃতবীজী উদ্ভিদের প্রজনন সর্ম্পকে নিচের কোনটি সত্য নয়?
A পরাগরেণুর সাইটোপ্লাজম থাকে ঘন এবং প্রথম পর্যায়ে নিউক্লিয়াসটি থাকে মাঝখানে
B ডিপ্লয়েড স্ত্রীরেণু মাতৃকোষটি মিয়োসিস প্রত্রিয়ায় বিভক্ত হয়ে চারটি
C ডিম্বাণুর দু'পাশের দুটি নিউক্লিয়াসকে সিনারজিড বা সাহায্যকারী নিউক্লিয়াস বলা হয়
D পরাগনালিকার ভেতর অবস্থিত জনন নিউক্লিয়াসটি মিয়োসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে দুটি শুক্রাণু তথা পুংগ্যামিট সৃষ্টি করে