Who was the last ruler of the Delhi Sultanate who was defeated by Babur in the First Battle of Panipat in 1526?

A Sikandar Lodi

B Bahlul Lodi

C Daulat Khan Lodi

D Ibrahim Lodi

Solution

Correct Answer: Option D

- পানিপথের প্রথম যুদ্ধ ১৫২৬ খ্রিস্টাব্দের ২১ এপ্রিল ইব্রাহিম লোদী ও বাবরের মধ্যে সংঘটিত হয়। এই যুদ্ধে বাবর জয়লাভ করেন এবং ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা হয়।

- পানিপথের দ্বিতীয় যুদ্ধ ১৫৫৬ সালে আকবরের সেনাপতি বৈরাম খান ও আফগান নেতা হিমুর মধ্যে সংঘটিত হয়। এই যুদ্ধে হিমু পরাজিত ও নিহত হন, যা মুঘল সাম্রাজ্যের শক্তি সুদৃঢ় করে।

- পানিপথের তৃতীয় যুদ্ধ ১৪ই জানুয়ারি ১৭৬১ সালে মারাঠাদের এবং আহমেদ শাহ আবদালির নেতৃত্বাধীন আফগান বাহিনীর মধ্যে সংঘটিত হয়। এই যুদ্ধে মারাঠারা পরাজিত হয়, যা উত্তর ভারতে মারাঠা প্রভাব হ্রাস করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions