Who was the last ruler of the Delhi Sultanate who was defeated by Babur in the First Battle of Panipat in 1526?
Solution
Correct Answer: Option D
- পানিপথের প্রথম যুদ্ধ ১৫২৬ খ্রিস্টাব্দের ২১ এপ্রিল ইব্রাহিম লোদী ও বাবরের মধ্যে সংঘটিত হয়। এই যুদ্ধে বাবর জয়লাভ করেন এবং ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা হয়।
- পানিপথের দ্বিতীয় যুদ্ধ ১৫৫৬ সালে আকবরের সেনাপতি বৈরাম খান ও আফগান নেতা হিমুর মধ্যে সংঘটিত হয়। এই যুদ্ধে হিমু পরাজিত ও নিহত হন, যা মুঘল সাম্রাজ্যের শক্তি সুদৃঢ় করে।
- পানিপথের তৃতীয় যুদ্ধ ১৪ই জানুয়ারি ১৭৬১ সালে মারাঠাদের এবং আহমেদ শাহ আবদালির নেতৃত্বাধীন আফগান বাহিনীর মধ্যে সংঘটিত হয়। এই যুদ্ধে মারাঠারা পরাজিত হয়, যা উত্তর ভারতে মারাঠা প্রভাব হ্রাস করে।