গর্ভকালীন সময়ে বিপদ চিহ্ন কোনটি?

A জার্মান মিসেলস্

B ডায়রিয়া

C পায়ে পানি জমা

D রক্তশূন্যতা

Solution

Correct Answer: Option C

গর্ভাবস্থায় সমস্যা হচ্ছে কি না তা বোঝার জন্য বেশকিছু লক্ষণ বা চিহ্ন আছে। যেমন: প্রচন্ড মাথাব্যথা, পেটব্যথা, প্রচন্ড জ্বর ও পায়ে পানি জমা, খিচুনি ইত্যাদি। এ লক্ষণগুলো দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions