নবজাতককে কখন Pre- term baby বলে?
A ৩৮-৪০ সপ্তাহের ভিতরে জন্মগ্রহণ করলে
B ৩৭-৩৮ সপ্তাহের ভিতরে জন্মগ্রহণ করলে
C ৩৭ সপ্তাহের পূর্বে জন্মগ্রহণ করলে
D ৪২ সপ্তাহ পূর্ণ হলে
Solution
Correct Answer: Option C
যদি গর্ভাবস্থার প্রয়োজনীয় ৩৭ মাস সম্পন্ন হওয়ার আগে কোনো শিশু জন্মগ্রহণ করে তবে এ জাতীয় জন্মকে সাধারনত অকাল জন্ম বা অকাল প্রসব হিসেবে অভিহিত করা হয়।