মাতৃদুগ্ধ পানের উপকারিতা কী?
A শিশু সুস্বাস্থ্যের অধিকারী হবে
B শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে
C শিশু দেখতে সুন্দর হবে
D মায়ের রক্তক্ষরণ বন্ধ হবে
Solution
Correct Answer: Option B
শিশু জন্মের পর কেবল মায়ের বুকের দুধ খাওয়াতে হবে ৬ মাস পর্যন্ত। নবজাতকের প্রথম টিকার কাজ করে শাল দুধ। মাতৃদুগ্ধ পানে শিশু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। মাতৃদুগ্ধ পানে শিশুর সর্দি কাশি, ডায়রিয়া জাতীয় অসুখে ভোগে এবং পোলিও, হাম, ইনফ্লুয়েঞ্জা, এনকেফালাইটিস, জিয়ার্ডিয়াসিস ইত্যাদির বিরুদ্ধে শিশুর শরীরে প্রতিরোধ গড়ে ওঠে।