আন্তর্জাতিক আদালত কোন শহরে অবস্থিত?
A কোপেন হেগেন
B লন্ডন
C দি হেগ
D প্যারিস
Solution
Correct Answer: Option C
আন্তর্জাতিক আদালত তথা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস এর সদর দপ্তর নেদারল্যান্ডের দি হেগ শহরে অবস্থিত। ১৫ জন বিচারক নিয়ে গঠিত এ আদালতের বর্তমান প্রেসিডেন্ট হলেন সোমালিয়ার নাগরিক আব্দুল কাজি আহ্মেদ ইউসুফ।