গর্ভাবস্থায় T.T. vaccine- এর ডোজ কয়টি?
A একটি
B দুইটি
C চারটি
D পাঁচটি
Solution
Correct Answer: Option B
গর্ভাবস্থায় মায়েদের জন্য অত্যাবশ্যকীয় টিটি (T.T.) টিকা। নির্দিষ্ট সময় সূচি অনুসারে টিটি (T.T.) টিকা দিতে হয় ৫ ডোজ। তবে আগে টিটি (T.T.) টিকা দেওয়া না থাকলে গর্ভকালীন ২ ডোজ টিকা নিতে হবে।