Solution
Correct Answer: Option A
যেসব রোগ যৌন মিলনের সময় সংক্রমণের মাধ্যমে এক ব্যক্তি থেকে অন্য ভিত্তিতে ছড়িয়ে পড়ে সেসব রোগকে যৌন বাহিত রোগ বলে। Syphilis যৌনবাহিত রোগ, যা Treponema pallidum নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে সৃষ্ট হয়। এ রোগে দেহের দীর্ঘকালীন জটিলতা দেখা দেয় এবং সঠিক চিকিৎসা না করালে মানুষের মৃত্যুও হতে পারে।