কঠিন শিলা বাংলাদেশের কোন খনি হতে উত্তোলিত হচ্ছে?
A মধ্যপাড়া কঠিন শিলা খনি
B জয়পুরহাটের চুনাপাথর খনি
C বিছনাকান্দি পাথর মহাল
D তাহিরপুরের চুনাপাথর খনি
Solution
Correct Answer: Option A
কঠিন শিলা বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি হতে উত্তোলিত হচ্ছে। ১৯৭৪ সানি আবিষ্কৃত হওয়ায় কঠিন শিলা খনির আয়তন ১.৪৪ বর্গ কিমি।