ভাষা আন্দোলনভিত্তিক 'কবর' নাটকটি রচয়িতা কে?
A জসীমউদ্দীন
B আহমদ ছফা
C শওকত ওসমান
D মুনীর চৌধুরী
Solution
Correct Answer: Option D
মুনীর চৌধুরী রচিত ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক 'কবর'। তাঁর রচিত ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস 'আরেক ফাল্গুন' । শওকত ওসমান রচিত ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস 'আর্তনাদ'। জসীম উদ্দীন রচিত বিখ্যাত কবিতা 'কবর'।