Solution
Correct Answer: Option D
সূর্য এর সমার্থক শব্দ দিনমণি। সূর্যের আরো কয়েকটি সমার্থক শব্দ— দিবাকর, ভাস্কর, রবি, তপন, সবিতা, অর্ক, আদিত্য, দিনেশ, মিহির, দিনকর। দিবস-এর সমার্থক শব্দ দিন, দিনমান, দিবা, অহ। আলো- এর সমার্থক শব্দ কিরণ, কর, দীপ্তি, অংশু, রশ্মি, বিভ, প্রভা।