Solution
Correct Answer: Option C
Puerperal Period বা প্রসবোত্তর সময়কাল প্রায় ৬ সপ্তাহ। অর্থাৎ সন্তান জন্ম দেয়ার পরে প্রায় ৪২ দিন সময়কালকে বোঝায়। এ সময়কাল পরে মায়ের দেহে বিভিন্ন পরিবর্তন হয়। বিশেষ করে গর্ভাশয়, জরায়ু, যোনিতে রয়েছে পুনরায় গর্ভবতী না হলে এ সব অঙ্গ ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।