মুক্তিযুদ্ধভিত্তিক কাব্য নাটক কোনটি?

A কবর

B স্বাধীনতা আমার স্বাধীনতা

C পায়ের আওয়াজ পাওয়া যায়

D জন্ডিস ও বিবিধ বেলুন

Solution

Correct Answer: Option C

সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধভিত্তিক কাব্য নাটক 'পায়ের আওয়াজ পাওয়া যায়'। তাঁর রচিত আরও কয়েকটি কাব্য নাটক— নুরুলদীনের সারাজীবন, গণনায়ক, এখানে এখন।
- মুনীর চৌধুরী রচিত ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক 'কবর'।
- মমতাজউদদীন আহমদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক 'স্বাধীনতা আমার স্বাধীনতা'।
- 'জন্ডিস ও বিবিধ বেলুন' নাটকের রচয়িতা সেলিম আল দীন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions