pH- এর মান দ্বারা পানিতে কিসের পরিমাপ করা হয়?
A হাইড্রোজেন
B ফসফরাস
C ম্যাগনেসিয়াম
D পটাশিয়াম
Solution
Correct Answer: Option A
কোন জলীয় দ্রবণের প্রকৃতি অম্লীয় নাকি ক্ষারীয় নাকি নিরপেক্ষ প্রকৃতির ইত্যাদি জানার জন্য pH একক ব্যবহার করা হয়। pH এরমান দ্বারা পানিতে হাইড্রোজেন পরিমাপ করা। সুতরাং কোন দ্রবণের pH হল ওই দ্রবণে উপস্থিত হাইড্রোজেন আয়নের (H⁺) ঘনমাত্রার ঋনাত্মক লগারিদম। অর্থাৎ pH = -log [H⁺]