Solution
Correct Answer: Option B
সন্তান প্রসবের পর মা ও শিশুর শরীর দুর্বল ও ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। এই সময় সঠিক যত্ন নিলে এবং কিছু নিয়ম মেনে চললেই এসব জটিলতা এড়ানো সম্ভব। প্রসবের পরপরই মায়ের এবং নবজাত শিশুর যত্ন নেওয়া ও প্রসবের পর ৬ সপ্তাহ পর্যন্ত মা ও শিশুর অবস্থা ফলোআপ করাকে প্রসব পরবর্তী সেবা বলা হয়। প্রসব পরবর্তী জটিলতা গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—খিঁচুনি বা অজ্ঞান হওয়া, তলপেটে প্রচন্ড ব্যথা হওয়া ইত্যাদি।