দুটি ভিন্ন মৌসুমে পৃথিবীর কোন দেশে দীর্ঘ ও স্বল্প সময়ের জন্য সূর্য দৃশ্যমান হয়?
A জাপান
B চীন
C নরওয়ে
D সুইজারল্যান্ড
Solution
Correct Answer: Option C
সূর্যের উত্তরায়ন ও দক্ষিনায়ণের কারণে ইউরোপের দেশ নরওয়েতে দুটি ভিন্ন মৌসুমে অর্থাৎ বছরের অর্ধেকটা সময় সূর্য কখনো অস্তমিত হয় না। আর বছরের বাকি অর্ধেক সময় একেবারেই সুর্যের দেখা মেলে না।