মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশের স্থান পৃথিবীতে কত তম?

A ২য়

B ৩য়

C ৮য়

D ৪র্থ

Solution

Correct Answer: Option B

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) রিপোর্ট -২০২২ অনুসারে মাছ উৎপাদনে বাংলাদেশ -
- ইলিশ মাছ উৎপাদনে - ১ম।
- স্বাদুপানির পাখনাযুক্ত মাছ (ফিনফিশ) উৎপাদনে -২য়।
- স্বাদু পানির মাছ উৎপাদনে - ৩য়, এক্ষেত্রে চীন ও ভারতের অবস্থান যথাক্রমে ১ম ও ২য় ।
- চাষের মাছ উৎপাদেনে - ৩য়।
- সামুদ্রিক মৎস্য আহরণে - ২৮তম।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions