Solution
Correct Answer: Option B
বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO) অনুযায়ী গর্ভাবস্থায় কম মাত্রার হিমোগ্লোবিন (এইচ বি< জি/ডি এল) থাকাকে গর্ভাবস্থার রক্তস্বল্পতা (anaemia) বলে। গর্ভাবস্থায় রক্তাল্পতা বা অসময়ে জন্মদান, জন্মের পর শিশুর কম ওজন, মাতৃত্বকালীন মৃত্যু ঘটাতে পারে। মূলত anaemia মাতৃমৃত্যুর প্রত্যক্ষ কারণ।