কোন বয়সে মা হওয়া ঝুঁকিপূর্ণ?
A বয়স কোন ব্যাপার না
B ২৫ বছর বয়সে
C ৩০ বছরের বেশি
D ১৮ বছরের কম বয়সে
Solution
Correct Answer: Option C
৩০ বছরের পর থেকেই বিমান সংখ্যা এবং গুণগত মান কমতে থাকে। এই সময় গর্ভধারণের চেষ্টা দিনের পর দিন ব্যর্থ হতে পারে। তাই ৩০ বছর বয়সের পরে নারীদের জন্য সন্তান নেওয়ার ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়।