Episiotomy দেওয়া হয় কেন?
A Perinium ছিড়ে যাওয়া থেকে রক্ষা করতে
B Catheter করার সুবিধা
C Placenta দ্রুত আলাদা হবে
D রক্তক্ষরণ দ্রুত বন্ধ হয়
Solution
Correct Answer: Option A
Perinium- এর আশে পাশে ছিড়ে গেলে তাতে জটিলতার সম্ভাবনা থাকে এবং সহজে এই ঘা শুকায় না। তাই Perinium ছিড়ে যাওয়া থেকে রক্ষা করতে Episiotomy দেওয়া হয়। এতে পরবর্তী গর্ভধারণেও এপিসিওটমির স্থানে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না।