পরিবার পরিকল্পনায় স্থায়ী পদ্ধতি কোনটি?
A ইনজেকশন
B নরপ্ল্যান্ট
C ওরাল পিল
D টিউবেকটমি
Solution
Correct Answer: Option D
টিউবেকটমি/ লাইগেশন হলো মহিলাদের পরিবার পরিকল্পনায় স্থায়ী পদ্ধতি। ইঞ্জেকশন পদ্ধতি হল তিন মাস মেয়াদি অস্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি। নরপ্ল্যান্ট ও ওরাল পিল মহিলাদের জন্য স্বল্প মেয়াদী অস্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি।