Solution
Correct Answer: Option D
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত দ্বিতীয় উপন্যাস 'কপালকুণ্ডলা' । এটি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উপন্যাস। এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র— কপালকুণ্ডলা, নবকুমার, কাপালিক। তাঁর রচিত আরও কয়েকটি উপন্যাস— রাজসিংহ, দুর্গেশনন্দিনী, চন্দ্রশেখর, বিষবৃক্ষ, রজনী, মৃণালিনী, কৃষ্ণকান্তের উইল। অন্যদিকে চরিত্রহীন, পরিণীতা গৃহদাহ উপন্যাসের রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।