গর্ভাবস্থায় check- up- এর জন্য—
A ঘন ঘন X- ray করা উচিত
B মাতৃমঙ্গল কেন্দ্রের পরামর্শ অনুযায়ী নিয়মিত চেকআপ করা উচিত
C স্থানীয় দায়ী বা গ্রামের মুরুব্বিদের পরামর্শ অনুযায়ী চলা উচিত
D বড় হাসপাতাল এগিয়ে সিজারিয়ান করানো উচিত
Solution
Correct Answer: Option B
গর্ভাবস্থায় check- up এর জন্য মাতৃমঙ্গল কেন্দ্রের পরামর্শ অনুযায়ী নিয়মিত চেকআপ করা উচিত। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে যে বিষয়গুলো করা হয় তার মধ্যে রয়েছে- মায়ের ব্লাড প্রেসার মাপা, উচ্চতা ও ওজন পরিমাপ, গর্ভের শিশুর হার্ট রেট পরীক্ষা, মায়ের রক্ত ও প্রস্রাব পরীক্ষা ইত্যাদি।