Solution
Correct Answer: Option C
অল্পবয়স্ক বা সেই সকল মহিলা যাদের কখনো সন্তান হয়নি তারা IUCD বা IUD ব্যবহার করতে পারেন। কারণ তাদের জরায়ুর আকার, যারা একবার গর্ভবতী হয়েছেন তাদের থেকে ছোট হয়। যেসকল মহিলারা ঋতুচক্রের রক্তস্রাব বেশি হয় তাদের জন্য IUCD প্রযোজ্য।