বাংলাদেশ কোন সালে প্রথম LNG আমদানি করে?
A ২০১৬ সাল
B ২০১৮ সাল
C ২০১৯ সাল
D ২০১২ সাল
Solution
Correct Answer: Option B
বাংলাদেশ ২০১৮ সালে প্রথম কাতার থেকে LNG আমদানি করে। কাতারের সাথে ১৫ বছর মেয়াদি এ আমদানি চুক্তি অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর ১.৮ মিলিয়ন টন হারে প্রথম পাঁচ বছর এবং প্রতি বছর ২.৫ মিলিয়ন টন হারে LNG পরের দশ বছর আমদানি করবে।