Solution
Correct Answer: Option D
- বাক্যে ক্রিয়াটি যার দ্বারা সম্পাদিত হয়, তাকে কর্তৃকারক বলে।
- বাক্যের ক্রিয়াকে 'কে/কারা' দিয়ে প্রশ্নের উত্তরে কর্তৃকারক পাওয়া যায়।
- "পয়মন্তি" এখানে সেই ব্যক্তি বা বস্তু যা এসেছে, অর্থাৎ কার্য সম্পাদনকারী। "এলো" ক্রিয়া নির্দেশ করছে যে কেউ বা কিছু এসেছে।
- তাই 'পয়মন্তি' কর্তৃকারক ।