নিচের কোন গ্রন্থটি উপন্যাস?

A মেঘনাদবধ কাব্য

B শেষ লেখা

C জীবনস্মৃতি

D চিলেকোঠার সেপাই

Solution

Correct Answer: Option D

উনসত্তরের গণআন্দোলনের প্রেক্ষাপটে রচিত আখতারুজ্জামান ইলিয়াসের মহাকাব্যিক উপন্যাস ‘চিলেকোঠার সেপাই’ (১৯৮৭) । উপন্যাসের নায়ক ওসমান দেশবিভাগের কারণে উদ্বাস্তু হয়ে ঢাকায় এসেছে । সে এতটাই বিচ্ছিন্ন এবং ছিন্নমূল যে চিলেকোঠায় করাই ছিল যেন তার নিয়তি । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions