Solution
Correct Answer: Option C
- International Fund for Agricultural Development ( IFAD) ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়। আর ১৯৭৮ সালে জাতিসংঘভুক্ত হয়।
- এর সদরদপ্তর ইতালির রোমে অবস্থিত। এর সদস্য দেশ ১৭৭টি।
- এটি উন্নয়নশীল দেশে খাদ্য উৎপাদন বাড়ানো ও পুষ্টি বিকাশের জন্য কাজ করে।
- অন্যদিকে, MIGA (1988), IBRD (1945), IFC (1956). IDA (1960) ও ICSID (1966) হলো বিশ্ব ব্যাংক গ্রুপের অঙ্গসংস্থা।