‘ভলগা নদী’ কোন সাগরে পতিত হয়েছে?
A কাম্পিয়ান সাগরে
B কৃষ্ণ সাগরে
C বাল্টিক সাগরে
D আরব সাগরে
Solution
Correct Answer: Option A
- ভলগা নদী ইউরোপের সবচেয়ে লম্বা নদী যা রাশিয়ার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে কাস্পিয়ান সাগরে গিয়ে পতিত হয়েছে।
- কাস্পিয়ান সাগর বিশ্বের সবচেয়ে বড়ো লবণাক্ত হ্রদ যা ইউরোপ এবং এশিয়ার সীমান্তে অবস্থিত।