Solution
Correct Answer: Option D
• সলোমন দ্বীপপুঞ্জ পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় মেলোনেশিয়া অঞ্চলের একটি স্বাধীন দেশ ।
• ২৮৪৫০ বর্গকিমি আয়তনের এ দেশটির জনসংখ্যা ৫ লাখ ৮৪ হাজার ।
• প্রশান্ত মহাসাগরের আরো কতগুলো দ্বীপ হলো হাওয়াই দ্বীপপুঞ্জ, মার্শাল দ্বীপপুঞ্জ, ফিজি, তাহিতি, পালাউ প্রভৃতি ।
• ভারত মহাসাগরের দিয়োগো গার্সিয়া, মালদ্বীপ প্রখ্যাত ।
• আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা, সাওটোম ও প্রিন্সিপে, আয়ারল্যান্ড ও ইংল্যান্ড ।
• আর আর্কটিক মহাসাগরের গ্রিনল্যান্ড ও আইসল্যান্ড প্রখ্যাত দ্বীপ ।