নিচের কোন পরীক্ষাটি TB রোগ নির্ণয়ের জন্য প্রযোজ্য নয়?
Solution
Correct Answer: Option D
- যক্ষ্মা (TB) নির্ণয়ের জন্য MT, X-ray, CT Scan, কালচার টেস্ট, এফএনএসি এবং বর্তমানে সবচেয়ে আধুনিক পরীক্ষা Xene-Xpert Test করা হয়।
- অন্যদিকে, C-reactive Protein Test (CRP) একটি রক্ত পরীক্ষা, যা শরীরে প্রদাহ নিরূপণের জন্য করা হয়।