Antenatal checkup (প্রসব পূর্ববর্তী) কয়টি (According to WHO)?
Solution
Correct Answer: Option C
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর মতে, গর্ভাবস্থায় প্রসব পূর্ববর্তী চেকআপ বা এন্টেনাটাল চেকআপের সংখ্যা নির্ধারিত হয়েছে মোট ৮টি। এই ৮টি চেকআপ গর্ভবতী মায়ের এবং গর্ভস্থ শিশুর সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- প্রথম চেকআপ (8-12 সপ্তাহ): দ্বিতীয় চেকআপ (20 সপ্তাহ): তৃতীয় চেকআপ (26 সপ্তাহ): চতুর্থ চেকআপ (30 সপ্তাহ): পঞ্চম চেকআপ (34 সপ্তাহ): ষষ্ঠ চেকআপ (36 সপ্তাহ): সপ্তম চেকআপ (38 সপ্তাহ): অষ্টম চেকআপ (40 সপ্তাহ)।