পানিতে দ্রবীভূত ভিটামিন কোনটি?

A Vit-A

B Vit-D

C Vit-B

D Vit-K

Solution

Correct Answer: Option C

- খাদ্যে পরিমাণ মতো শর্করা, আমিষ এবং স্নেহ পদার্থ থাকার পরেও জীবের স্বাভাবিক বৃদ্ধি এবং পুষ্টির জন্য এক ধরনের খাদ্য উপাদানের প্রয়োজন হয়। ঐ খাদ্য উপাদানকে ভিটামিন বলে।

- কয়েকটি ভিটামিন স্নেহ জাতীয় পদর্থে দ্রবীভূত হয়, আবার কয়েকটি পানিতে দ্রবীভূত হয়।

- পানিতে দ্রবণীয় ভিটামিন ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি। স্নেহে দ্রবণীয় ভিটামিন: ভিটামিন এ, ডি, ই এবং কে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions