Magsulph দেওয়ার আগে নিচের কোন জিনিস দেখে নেওয়া সবচেয়ে জরুরি?
Solution
Correct Answer: Option A
- একলেমশিয়া এক ধরনের খিচুনি যা গর্ভবতী মহিলাদের হয়। এটি সন্তান প্রসবের সময় বা প্রসবের পরেও হতে পারে।
- এর লক্ষণগুলো হলো- অস্বাভাবিকভাবে ওজন বেড়ে যাওয়া, মুখ বা হাত ফুলে যাওয়া, প্রচণ্ড মাথা ব্যথা হওয়া ও চোখে অন্ধকার দেখা। আর এটি নিয়ন্ত্রণে শিরা পথে ম্যাগনেসিয়াম সালফেট ইনজেকশন দেওয়া হয়।
- ম্যাগনেশিয়াম সালফেট ইনজেকশন দেওয়ার সময় ইউরিনের পরিমাণ মনিটর করতে হবে।