Solution
Correct Answer: Option B
- যেসব গ্রন্থি নালিবিহীন, ক্ষরণ সরাসরি রক্ত বা লসিকার মাধ্যমে বাহিত হয়ে দূরবর্তী স্থানে ক্রিয়াশীল হয়, সে সব গ্রন্থিকে অন্তঃক্ষরা গ্রন্থি বলে। যথা: পিটুইটারি, থাইরয়েড, অ্যাড্রেনাল ইত্যাদি।
- যেসব গ্রন্থি নিজের ক্ষরিত রাসায়নিক পদার্থ নালিকার মাধ্যমে উৎপত্তিস্থলের অদূরেই বহন করে, সেগুলোকে বহিঃক্ষরা গ্রন্থি বলে। এদের নিঃসৃত পদার্থ রস(Juice) নামে পরিচিত। যথা: লালাগ্রন্থি, যকৃত(লিভার), অগ্ন্যাশয় ইত্যাদি।