Normal FHR (Fetal heart rate) কত?

A ১০০-১৫০ beats/minute

B ১৬০-১৮০ beats/minute

C ১২০-১৬০ beats/minute

D ১২০-১৪০ beats/minute

Solution

Correct Answer: Option C

- স্বাভাবিক fetal heart rate বা ভ্রূণের হৃদস্পন্দনের হার প্রতি মিনিটে ১২০ থেকে ১৬০ বার হয়। এই পরিসীমাটি গর্ভাবস্থার দ্বিতীয় ত্রৈমাসিক থেকে শুরু করে প্রসবের আগ পর্যন্ত স্বাভাবিক বলে বিবেচিত হয়।

- এই হার প্রসবপূর্ব পরীক্ষার সময় বা প্রসবকালীন সময়ে পর্যবেক্ষণ করা হয়। যদি fetal heart rate এই পরিসীমার বাইরে যায়, তা ভ্রূণের স্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ হতে পারে ।

- গর্ভের ফেটাল বাচ্চার হার্ট রেটের অস্বাভাবিক অবস্থা বুঝে ফেটাল এর distress বোঝা যায়। যদি হার্টবিট অনেক বেশি বা অনেক কম হয় তবে এ থেকে বোঝা যায়, ফেটাল কোনো সমস্যায় আছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions