বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কী?

A মহেশখালী

B হাতিয়া

C সন্দীপ

D সেন্টমার্টিন

Solution

Correct Answer: Option D

- বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পর্বাংশে অবস্থিত । 
- এটির অবস্থান কক্সবাজার জেলার টেকনাফ থেকে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে নাফ নদীর মোহনায় । 
- এ দ্বীপটির পশ্চিম, উত্তর-পশ্চিম দিক জুড়ে রয়েছে প্রায় ১০-১৫ কিমি. প্রবাল প্রাচীর । 
- এ দ্বীপটির অপর নাম নারিকেল জিঞ্জিরা । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions