নিচের কোনটি ক্রোমোজোমাল ডিজিজ?
A এসকারিয়াসিস
B ডাউন সিনড্রোম
C এইডস
D নেফ্রোটিক সিনড্রোম
Solution
Correct Answer: Option B
ডাউন সিনড্রোম একটি ক্রোমোজোমাল রোগ। এই রোগে শিশুর শারীরিক বৃদ্ধি ব্যাহত হয় ও বুদ্ধিমত্তা স্বাভাবিকের তুলনায় কম থাকে। এ রোগের কোন প্রতিকার নেই।