Solution
Correct Answer: Option D
HDL বিভিন্ন পেশী ও রক্ত থেকে কোলেস্টেরল বহন করে যকৃত আনে, যেখান থেকে কোলেস্টেরল পিত্তরসের মাধ্যমে বেষ্টিত হয়। এভাবে HDL রক্তের কোলেস্টেরল অপসারণে সহায়তা করে। রক্তে HDL এর উচ্চমাত্রা হৃদরোগ ও CVD প্রতিরোধকারী হিসেবে ধরা হয়। তাই একে ভালো কোলেস্টেরল বলা হয়।