Solution
Correct Answer: Option D
একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার পর পরই তার বিশেষ কিছু শারীরিক পরীক্ষা করা হয়, যার দ্বারা নিশ্চিত হওয়া যায় যে, শিশুর তাৎক্ষণিক কোনো চিকিৎসার প্রয়োজন আছে কি না। Apar Score- এ যে পরীক্ষাগুলো করা হয়, তা হল- চামড়ার রং, শ্বাস-প্রশ্বাস বাড়া, শরীরের মাংস পেশির দুর্বলতা, পালস ইত্যাদি।