হিউম্যান পেপিলোমা ভাইরাস কোথায় ক্যান্সার করে?
A পাকস্থলীতে
B জরায়ুর মুখে
C যকৃতে
D মূত্রথলিতে
Solution
Correct Answer: Option B
জরায়ু - মুখে ক্যান্সার বা সার্ভিক্যাল ক্যান্সার নারীদের একটি ভয়াবহ ব্যাধি। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামক এক ধরনের ভাইরাস জরায়ু মুখ ক্যান্সারের জন্য দায়ী। ভ্যাকসিনের মাধ্যমে এ ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। এছাড়াও এ ক্যান্সার থেকে বাঁচার উপায় হলো নিয়মিত স্ক্রিনিং।