Solution
Correct Answer: Option B
দেহের যাবতীয় জৈবিক কার্যাবলি সম্পাদনের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদনকারী, দ্বিস্তরী আবরণী বিশিষ্ট, অতিক্ষুদ্র এবং বিভিন্ন আকৃতির সাইটোপ্লাজমীয় অঙ্গাণুসমূহকে মাইটোকনড্রিয়া বলে। এরা জীবকোষের জৈবনিক কাজের যাবতীয় জৈবিক শক্তি সরবরাহ করে বলে এদেরকে কোষের পাওয়ার হাউস বলা হয়।