প্যারাইটাল ও ফ্রন্টাল অস্থির সংযোগকারী সুচারের নাম—
A করোনাল
B স্কোয়ামাস
C প্যারাইটাল
D লাম্বাডর
Solution
Correct Answer: Option A
-প্যারাইটাল ও ফ্রন্টাল অস্থির সংযোগকারী সুচারের নাম করোনাল।
-প্যারাইটাল অস্থি চতুষ্কোণা প্লেটের মত একটি জোড়া অস্থি।
-ফ্রন্টাল অস্থি সম্মুখ কপাল নির্মাণকারী বড় ঝিনুকের মত আকারবিশিষ্ট কপালাস্থি।