Solution
Correct Answer: Option D
Febrile convulsion এমন এক প্রকার খিচুনি যা ছোট বাচ্চাদের হয়। ৬ মাস থেকে ৫ বছরের বয়সের শিশুর জ্বর ১০৩° ডিগ্রী ফারেনহাইট হলেই অনেক সময় খিঁচুনি শুরু হয়, যা প্রিভাইল কনভালশন নামে পরিচিত। প্রতি ৩০ জনে একজনের কনভালশন বা খিচুনি হতে পারে।