প্রাণীদেহে শর্করা সঞ্চিত হয় কোন রুপে?
A গ্যালাকটোজ
B গ্লুকোজ
C গ্লুটামিন
D গ্লাইকোজেন
Solution
Correct Answer: Option D
গ্লাইকোজেন হল একটি পুষ্টিজাত পলিস্যাকারাইড। এটি প্রাণীদেহের প্রধান সঞ্চিত খাদ্য উপাদান। পেশিতে সঞ্চিত গ্লাইকোজেন পেশির কাজে শক্তি যোগায়। যকৃতের গ্লাইকোজেন গ্লুকোজে পরিণত হয়ে রক্ত প্রবাহিত হয়।