অজ্ঞান রোগীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নার্সিং কেয়ার কি?
A সঠিক রক্তসঞ্চালন বজায় রাখা
B রোগীরা airway বজায় রাখা
C মুখের যত্ন প্রদান করা
D ত্বকের যত্ন প্রদান করা
Solution
Correct Answer: Option B
অজ্ঞান বা অচেতন হচ্ছে কোনো ব্যক্তি হঠাৎ উদ্দীপনার প্রতিক্রিয়া জানাতে অক্ষম হয়ে যাওয়া এবং ঘুমন্ত বলে মনে হওয়া। অজ্ঞান হয়ে যাওয়া লোকেরা উচ্চ শব্দ বা কাঁপুনির সাড়া দেয় না। অজ্ঞান ব্যক্তিকে জরুরি প্রাথমিক চিকিৎসা সেবা দিতে হবে। অজ্ঞান রোগীর শ্বাস-প্রশ্বাসে যাতে সমস্যা না হয় সেদিকে নজর দিতে হবে।