Solution
Correct Answer: Option A
ডিমের সাদা অংশে রক্তরসে এবং দুধ অ্যালবুমিন নামক প্রোটিন থাকে। ডিমের সাদা অংশে প্রায় 90% অ্যালবুমিন থাকে। এটি একটি উচ্চমানের প্রোটিন যা শরীরের জন্য প্রয়োজনীয়। যেসব প্রোটিন পানিতে সহজে দ্রবীভূত হয়ে ঘোলাটে দ্রবণ সৃষ্টি করে, তাকে এলবুমিন বলে। তাপ দিলে এরা জমাট বাঁধে।