কোন ভ্যাকসিনটি ইন্ট্রাডার্মাল দেওয়া হয়?
Solution
Correct Answer: Option A
'বিসিজি' ভ্যাকসিনটি ইন্ট্রাডার্মাল দেয়া হয়। ভ্যাকসিন দেয়ার অন্যতম প্রধান পথ হল ইন্ট্রাডার্মাল। ইন্ট্রাডার্মাল ভ্যাকসিন অন্ত:ত্বকে দেয়া হয়। ভ্যাকসিন দেওয়ার তিনটি পথ হচ্ছে— ইন্ট্রাডার্মাল, সাবকিউটেনাস এবং ইন্টামাসকুলার।