Solution
Correct Answer: Option D
কবি সুফিয়া কামালকে বলা হয় জননী সাহসিকা।
তাঁর রচিত কয়েকটি কাব্যগ্রন্থঃ
- সাঁজের মায়া,
- উদাত্ত পৃথিবী,
- মন ও জীবন,
- মায়া কাজল,
- অভিযাত্রিক।
-- রোকেয়া সাখাওয়াত হোসেনকে বলা হয় মুসলিম নারী জাগরণের অগ্রদূত।
-- জাহানারা ইমামকে বলা হয় শহীদ জননী।
-- তারামন বিবির বীরপ্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।