Solution
Correct Answer: Option B
জাহানারা ইমাম রচিত মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিকথা 'একাত্তরের দিনগুলি' । মুক্তিযুদ্ধভিত্তিক আরো কয়েকটি গ্রন্থ- রাইফেল রোটি আওরাত, নিষিদ্ধ লোবান, নদী দংশন, জাহান্নাম হইতে বিদায়, নেকড়ে অরণ্য, হাঙ্গর নদী গ্রেনেড, উপমহাদেশ, আমি বিজয় দেখেছি, একাত্তরের ডায়েরী।